ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঊর্মিলার সঙ্গে কে এই বোরকা পরা আপা?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
ঊর্মিলার সঙ্গে কে এই বোরকা পরা আপা? ঊর্মিলার সঙ্গে বোরকা পরে জাহিদ হাসান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার (২৮ জুলাই) বিকেলে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। যেখানে দেখা যাচ্ছে- মুখ ঢাকা কালো বোরকা পরা একজন তাকে জড়িয়ে ধরে আছেন।

স্থিরচিত্রটির ক্যাপশনে উর্মিলা লিখেছেন, বলুন তো কে এই বোরকা পরা আপা?

সঙ্গে সঙ্গে পোস্টটির নিচে কমেন্টের বন্যা বয়ে যায়। একেকজন একেক ব্যক্তির নাম বলতে থাকেন।

কেউ বলছেন, আফরান নিশো, কেউ বলছেন, মীর সাব্বির আবার কেউ বলছেন জাহিদ হাসান।

বাংলানিউজকে ঊর্মিলা জানালেন, তার পাশের লোকটি জাহিদ হাসান। নাটক ‘নার্ভাস ব্রেকডাউন’র শুটিংয়ের সময় মজা করে স্থিরচিত্রগুলো তোলা।

ঊর্মিলা বলেন, তিনি জাহিদ ভাই। আমরা এখন সিরাজগঞ্জে জাহিদ ভাইয়ের বোনের বাড়িতে। যুমনা নদীর পাড়ে অসাধারণ কিছু লোকেশনে নাটকের শুটিং করছি। গল্পের প্রয়োজনে জাহিদ ভাইকে বোরকা পরতে হয়েছে। আর তখনই তার সঙ্গে স্থিরচিত্রগুলো তুলে ফেসবুকে দিয়েছি।

দীপ্ত সূর্যের রচনায় ঈদুল আজহার জন্য নির্মিত নাটকটিতে অভিনয়ের পাশাপাশি জাহিদ হাসান নিজেই পরিচালনা করছেন। এটিএন বাংলার ঈদ আয়োজনে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
জেআইএম/বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।