ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিন্স হ্যারি-মেগানের সঙ্গে দেখা হলো প্রিয়াঙ্কা-নিকের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
প্রিন্স হ্যারি-মেগানের সঙ্গে দেখা হলো প্রিয়াঙ্কা-নিকের প্রিন্স হ্যারি-মেগান মার্কেল দম্পতি ও প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস শিগগিরই বিয়ের বন্ধনে জড়াবেন। বাগদানের কাজটা সেরে সেই পথে অনেকটা এগিয়েও গেছেন তারা।

ব্রিটিশ রাজপরিবারের উত্তরসূরি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী সাবেক অভিনেত্রী মেগান মার্কেলের সঙ্গে নিক জোনাসকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

হ্যারি ও মেগানের বিয়েতে অতিথি হিসেবে ছিলেন ‘বাজিরাও মাস্তানি’র তারকা প্রিয়াঙ্কা। তার সঙ্গে মেগানের দারুণ বন্ধুত্ব। বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা গেছে।

গত সপ্তাহে লন্ডনে প্রেমিকের সঙ্গে নিজের ৩৬তম জন্মদিন উদযাপন করেন প্রিয়াঙ্কা। তখনই হ্যারি-মেগান দম্পতির সঙ্গে দেখা হয় তাদের। রাজপরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও প্রেমিককে পরিচয় করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।