ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাইমন-মাহির প্রশংসায় পরিচালক মানিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সাইমন-মাহির প্রশংসায় পরিচালক মানিক মাহি-সাইমন আবার একসঙ্গে আসছেন প্রেক্ষাগৃহে। ছবি: বাংলানিউজ

ঈদ উৎসবকে কেন্দ্র করে আসছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘জান্নাত’। ঈদুল আজহায় সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটির মুক্তি উপলক্ষে শনিবার (২৮ জুলাই) রাতে রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে সিনেমাটির নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ছিলেন মানিক, সাইমন, মাহিসহ অন্যরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়িকা শাবনূর, সঙ্গীতশিল্পী কোনালসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

মুশফিকুর রহমান গুলজার বলেন, মোস্তাফিজুর রহমান মানিক যখন ছাত্র তখন থেকেই আমি তাকে চিনি। একসময়ে তিনি আমাদের সমিতির সর্বকনিষ্ঠ একজন সদস্য ছিলেন। তিনি অনেক মেধাবী একজন নির্মাতা। আমার বিশ্বাস ‘জান্নাত’ সিনেমাটি তিনি দারুণভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। মানিক ও সিনেমাটির জন্য আমার শুভকামনা রইলো।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে সাইমন সাদিক ও মাহিয়া মাহিমানিক বলেন,  ‘জান্নাত’ প্রেক্ষাগৃহে চলুক আর নাই চলুক। সিনেমাটি আমার জন্য দারুণ একটি স্মৃতি হয়ে থাকবে। আমার প্রথম সিনেমা ‘দুই নয়নের আলো’ যেভাবে আমাকে আনন্দ দিয়েছিল, ‘জান্নাত’ নির্মাণ করেও সেই একই আনন্দ আবার পেলাম।

সাইমন-মাহির প্রশংসা করে মানিক বলেন, এই সিনেমাতে সাইমন ও মাহি দুর্দান্ত অভিনয় করেছেন। তারা অনেক পরিশ্রম করেছেন। প্রতিটি দৃশ্য খুব যত্ন নিয়ে করার চেষ্টা করেছেন। সাইমনের সঙ্গে এর আগে কাজ করা হলেও মাহিকে নিয়ে এই প্রথম সিনেমা বানালাম। কিন্তু তিনি এটা একেবারেই বুঝতে দেননি। মনে হয়েছে এর আগেও আমরা অনেক কাজ করেছি। তারা আমাকে সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করেছেন।  আমার মনে হয় ‘জান্নাত’ তাদের দু’জনেরই অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে।

প্রথমবার ঈদে নিজের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে- এ নিয়ে উচ্ছ্বসিত সাইমন বলেন, দেশের সবচেয়ে বড় উৎসব ঈদে প্রথম আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সেজন্য আমি অনেক বেশি আনন্দিত। ‘জান্নাত’ আমাদের সমাজেরই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। সিনেমাটি দেখে দর্শক শুধু বিনোদিতই হবেন না, দারুণ কিছু মেসেজ নিয়েও ঘরে ফিরবেন।

‘পোড়ামন’ মুক্তির পাঁচ বছর পর সাইমনের সঙ্গে জুটি বেঁধে হাজির হচ্ছেন মাহি। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা।  

অনুষ্ঠানে মাহি বলেন, আমার বিশ্বাস আমার প্রথম সিনেমা ভালোবাসার রঙের মতো ‘জান্নাত’ও অনেক হিট করবে। এখন পর্যন্ত আমি যতগুলো সিনেমা করেছি, সেগুলোর কোনোটা আমার পরিবার পছন্দ করেছে, আবার কোনোটা করেনি, অথবা আমি সবাইকে দেখার জন্য বলতে পারিনি। কিন্তু ‘জান্নাত’ এমন একটি সিনেমা যেটি, আমি প্রথম আমার শ্বশুর বাড়ির সবাইকে দেখতে বলবো এবং সবাইকে নিয়ে দেখতে যাবো। সিনেমাটি সুপারহিট হবে এটাই আমার প্রত্যাশা।

এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।