ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘হ্যাপি ভাগ জায়েগি থ্রি’তে কারিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
‘হ্যাপি ভাগ জায়েগি থ্রি’তে কারিনা! কারিনা কাপুর খান

ক’দিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘হ্যাপি ভাগ জায়েগি’ ছবির সিক্যুয়েল ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’র ট্রেলার। আগামী ২৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে এর তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

আগের দুই পর্বের মতো তৃতীয়টিও নির্মাণ করবেন পরিচালক মুদাসসার আজিজ। শোনা যাচ্ছে- ‘হ্যাপি ভাগ জায়েগি থ্রি’তে নায়িকা হিসেবে পাওয়া যাবে কারিনা কাপুর খানকে।

ইতোমধ্যে কারিনাকে ‘হ্যাপি ভাগ জায়েগি থ্রি’র চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে। বেবোও (কারিনা কাপুর) নাকি তার মতামত জানিয়ে দিয়েছেন। তবে সেটি হ্যাঁ নাকি না তা এখনও জানা যায়নি।

এখানেই শেষ নয়, ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’তে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কারিনাকে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।