ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টিভির আগে ইউটিউবে অপূর্বর ‘আকাশ হতে চাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
টিভির আগে ইউটিউবে অপূর্বর ‘আকাশ হতে চাই’ অপূর্ব ও লামিয়া মিমো

টিভি পর্দায় কোনও নাটক প্রচারের পরপরই দর্শকরা এখন সেটি দেখতে নিয়মিত নজর রাখেন ইউটিউবে। তবে ওয়েব সিরিজগুলো ইদানীং বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

দর্শকদের এই আগ্রহের কথা ভেবে এবার ভিন্ন কিছু করলো অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। টিভিতে প্রচারের আগেই তারা ইউটিউবে মুক্তি দিলো একটি নাটক।

এর নাম ‘আকাশ হতে চাই’।

এসকে শাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় মাহফুজ ইসলামের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন হান্নান শাহ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বিপরীতে আছেন দুই অভিনেত্রী সাদিকা স্বর্ণা ও লামিয়া মিমো।

গতকাল শনিবার (২৮ জুলাই) রাতে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘আকাশ হতে চাই’।

‘আকাশ হতে চাই’ নাটকের লিংক

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।