ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনমের জুতার ফিতা বেঁধে দিলেন আনন্দ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সোনমের জুতার ফিতা বেঁধে দিলেন আনন্দ (ভিডিও) স্ত্রী সোনম কাপুরের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন তার স্বামী আনন্দ আহুজা

দোকানে বসে জুতা পরে সাইজ ঠিক আছে কিনা দেখছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আর মাটিতে বসে তার জুতার ফিতা বেঁধে দিচ্ছেন স্বামী আনন্দ আহুজা।

অনলাইনে এখন ঘুরপাক খাচ্ছে সোনম-আনন্দর এই দৃশ্যের একটি ভিডিও। এরই মধ্যে এটি ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, দোকানটি সোনম-আনন্দেরই। কিছুদিন আগে মুম্বাইয়ে এটি খুলেছেন তারা।

দীর্ঘদিন প্রেমের পর গত ৮ মে বিয়ের বন্ধনে জড়ান সোনম ও আনন্দ। হাতে এখন খুব একটা কাজ নেই সোনমের। তাই স্বামীকে নিয়ে ঘুরে ঘুরে সময় কাটছে ‘সাওয়ারিয়া’ খ্যাত এই তারকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন এই দম্পতি। সেগুলোতে বয়ে যায় লাইক ও কমেন্টের বন্যা! ভাইরাল হওয়া নতুন ভিডিওর বেলায়ও ব্যতিক্রম হয়নি।

** সোনমের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন আনন্দ

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।