ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের ‘ভারত’-এ ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
সালমানের ‘ভারত’-এ ক্যাটরিনা সালমান খান ও ক্যাটরিনা কাইফ

সালমান খানের ‘ভারত’ ছবিতে কাজ করবেন বলেও মাঝপথে ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত কয়েকদিন ধরে তা নিয়েই চলছিলো যতো আলোচনা-সমালোচনা।

‘ভারত’-এ সালমানের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনা-কল্পনা। শোনা গিয়েছিলো, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের নাম।

অবশেষে প্রিয়াঙ্কার সেই শূন্যস্থান পূরণ করছেন সালমানের ‘প্রিয়পাত্রী’ ক্যাটরিনা।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সালমান খানের ‘ভারত’-এ তার বিপরীতে দেখা যাবে ক্যাটকে।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক আলি আব্বাস জাফর বলেছেন, “ভারত’-এ সালমান-ক্যাটরিনার সঙ্গে আরও একবার কাজ করার জন্য অপেক্ষায় রয়েছি। ”

এর আগে আলি আব্বাসের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে কাজ করেছিলেন সালমান-ক্যাটরিনা। বক্স অফিসে ভালোই সফলতা পেয়েছে ছবিটি।

ক’দিন আগেই শুরু হয়েছে ‘ভারত’-এর শুটিং। তবে ক্যাটরিনার ভাগের শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।