ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানের দৃশ্য

নতুন ধামাকা নিয়ে আসছেন দুই ভাই প্রতীক হাসান ও প্রীতম হাসান। তাদের গাওয়া নতুন গানটির শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’। এর মিউজিক ভিডিওতে দুই ভাইয়ের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন মুমতাহিনা টয়া।

‘গার্লফ্রেন্ডের বিয়া’র সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম। তিনি বলেন, ‘সবসময়ই নতুন কথা ও মজার বিষয় নিয়ে গান বানাতে ভালো লাগে আমার।

এবারের গানটিও অনেক মজার। গানের গল্পের সঙ্গে মিল রেখেই মিউজিক ভিডিওটি বানিয়েছেন তানিম রহমান অংশু। ভক্ত-শ্রোতারা গানটি দারুণ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। ’

প্রীতমের সঙ্গে সুর মিলিয়ে প্রতীক হাসান বলেন, ‘আমাদের কাছে শ্রোতারা যে ধরনের গান শুনতে চান, এবারও তেমন একটি গানই হয়েছে এটি। গানের মধ্যে ব্যাপক মাস্তি-মজা আছে। ’

মিউজিক ভিডিওটিতে একটি মজার চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া। এছাড়া বিশেষ একটি দৃশ্যে হাজির হয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। আগামী ২ আগস্ট গানচিলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে এটি। এ গানের কথা লিখেছেন লুৎফর হাসান।

একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত প্রতীক ও প্রীতমের গান ‘বেয়াইন সাব’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে মডেল হন জাহিদ হাসান, সিয়াম আহমেদ, শায়লা সাবি ও শার্লিনা হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।