ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার সঞ্জয় দত্তকে নিয়ে ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এবার সঞ্জয় দত্তকে নিয়ে ওয়েব সিরিজ সঞ্জয় দত্ত

সম্প্রতি বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘সঞ্জু’ বড় পর্দায় ব্যাপক সাফল্য পেয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির কথা এখন সবার মুখে মুখে।

গত ২৯ জুন মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। ইতোমধ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার রেকর্ড ভেঙে বলিউডে সবচেয়ে বেশি ব্যবসা করা চতুর্থ সিনেমার স্থান দখল করে নিয়েছে ‘সঞ্জু’।

সম্প্রতি একটি আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম সঞ্জয় দত্তের প্রযোজনা প্রতিষ্ঠানকে তার জীবনী নিয়ে তিন পর্বের ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তাব দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ’র তথ্যমতে, ‘সঞ্জু’র মাধ্যমে দর্শক সঞ্জয় দত্তের জীবনের এক ঝলক দেখতে পেয়েছে। তবে ওয়েব সিরিজের মাধ্যমে তার জীবনের বিষয়গুলো আরও বড় পরিসরে দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।