ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো কোটিপতি কনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
আবারো কোটিপতি কনা! ‘ইচ্ছেগুলো’ মিউজিক ভিডিওর একটি দৃশ্য ও কনা

শাকিব-বুবলীর ‘বসগিরি’ সিনেমার ‘দিল দিল দিল’ গানটি ছিল ইউটিউবে এক কোটি ভিউ হওয়া কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার প্রথম গান। কিছুদিন আগে তার গাওয়া ‘পোড়ামন টু’ সিনেমার ‘ওহে শ্যাম’ গানটিও পার করেছে এক কোটি ভিউ।

সিনেমার গান ছাড়াও এই মাইলফলক অতিক্রম করেছে কনার ‘রেশমি চুড়ি’ মিউজিক ভিডিওটি। এবার এই জনপ্রিয় গায়িকার আরেকটি গান এক কোটির ঘরে প্রবেশ করল।

সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া ‘ইচ্ছেগুলো’র ভিডিও সোমবার (৩০ জুলাই) অতিক্রম করেছে কোটি ভিউ। গানটিতে কনা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ। এতে মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের অভিনেত্রী তাসনুভা তিশা।

এ প্রসঙ্গে কনা বলেন, কৃতজ্ঞতা নাজির ভাই ও মুশফিক ভাইয়ের প্রতি। গানটির ভিডিও অসম্ভব সুন্দর। শুরুতেই আমার মন বলছিল এই গানটি অনেকদূর যাবে। কোটি ভিউ অতিক্রম করার মধ্যদিয়ে সেটিই প্রমাণ হলো।
**'ইচ্ছেগুলো' মিউজিক ভিডিওবাংলাদেশ সময়: ২০১৫, জুলাই ৩১, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।