ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর-আলিয়ার প্রেমে নাখোশ সিদ্ধার্থ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
রণবীর-আলিয়ার প্রেমে নাখোশ সিদ্ধার্থ! রণবীর কাপুর, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা

একটা সময় চুটিয়ে প্রেম করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু হঠাৎ করেই পাট চুকে যায় তাদের প্রেমের সম্পর্কের। এখন রণবীর কাপুরের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে আলিয়ার।
 

এদিকে রণবীরের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর থেকেই নাকি সিদ্ধার্থ ও আলিয়ার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। আলিয়াকে এড়িয়ে চলছেন সিদ্ধার্থ।

শুধু তাই নয়, সম্প্রতি একটি পার্টিতে মুখোমুখি হয়েছেন তারা। কিন্তু আলিয়া তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার চেষ্টা করলেও এ অভিনেত্রীকে এড়িয়ে যান সিদ্ধার্থ। এমনকি সিদ্ধার্থর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে মেসেজ পাঠিয়েছিলেন আলিয়া। কিন্তু ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই তারকা সেই মেসেজের জবাবও নাকি দেননি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।