ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০০ কোটির ঘরে ‘ধাড়াক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
১০০ কোটির ঘরে ‘ধাড়াক’ ইশান খাত্তার ও জাহ্নবী কাপুর

শশাঙ্ক খাইতান পরিচালিত ও করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। গত ২০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি।

মুক্তির প্রথম দিনে ৮ কোটি ৭১ লাখ রুপি আয় করে নতুন রেকর্ড গড়ে ‘ধাড়াক’। কেননা নায়ক-নায়িকার অভিষেক ছবিতে বলিউডে এটিই সবচেয়ে বড় আয়।

এর আগে এই কৃতিত্ব ছিলো ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র দখলে।

চমকপ্রদ তথ্য হলো- বিশ্বব্যাপী ১০০ কোটি আয় করে নিয়েছে ছবিটি।

‘ধাড়াক’ মূলত মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণ। এতে জাহ্নবীর বিপরীতে দেখা গেছে অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান খাত্তারকে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।