ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দিলবার’ গানে দুই ‘দঙ্গল’ কন্যার নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
‘দিলবার’ গানে দুই ‘দঙ্গল’ কন্যার নাচ (ভিডিও) ফাতেমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা

‘সির্ফ তুম’ ছবির ‘দিলবার’ গানে নেচে সকলের মন জয় করে নিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি জন আব্রাহাম অভিনীত ‘সত্যমে জয়তে’ ছবির জন্য তৈরি করা হয় সেই গানের নতুন সংস্করণ। যেখানে নোরা ফাতেহির বেলি ড্যান্স মুগ্ধ করেছে সকলকে।

এবার বলিউডের বেলিগার্ল নোরাকে টক্কর দিয়েছেন ‘দঙ্গল’খ্যাত তারকা ফাতেমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা।

মঙ্গলবার (৩১ জুলাই) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ফাতেমা।

যেখানে দেখা যাচ্ছে- ‘দিলবার’ গানের তালে কোমর দোলাচ্ছেন আমির খানের রিল লাইফের দুই কন্যা।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ করছেন ফাতেমা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আমির খান ও অমিতাভ বচ্চন।

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সানিয়া মালহোত্রার ‘বাধাই হো’ ছবিটি। এতে তার বিপরীতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

** ‘দিলবার’ গানে ফাতেমা ও সানিয়ার নাচের ভিডিও
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।