ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাতে হাত রেখে ফ্লোরিডা ঘুরে বেড়াচ্ছেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
হাতে হাত রেখে ফ্লোরিডা ঘুরে বেড়াচ্ছেন রণবীর-দীপিকা হাতে হাত রেখে ফ্লোরিডা ঘুরে বেড়াচ্ছেন রণবীর-দীপিকা

চুটিয়ে প্রেম করছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। আগামী নভেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ তারা এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড মহলে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই জুটি।

বিয়ের আগে একান্তে কিছু সময় কাটিয়ে নিচ্ছেন রণবীর-দীপিকা। ফ্লোরিডা ঘুরে বেড়াচ্ছেন এই তারকা জুটি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনএরইমধ্যে দু’জনের ফ্লোরিডা ঘুরে বেড়ানোর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেটি করেছেন তাদের কোনও একজন অনুরাগী।

ভিডিওতে রণবীর ও দীপিকাকে একে অপরের হাত ধরে ঘুরতে দেখা যাচ্ছে। এসময় এক অনুরাগী তাদের ছবি তোলার অনুমতি চান। তবে রণবীর সিং কিছু না বলেই এগিয়ে যান। কিন্তু ফোনে ছবি তুলতে দেখে দীপিকা রেগে যান। অন্তত ভিডিও দেখে তেমনটাই মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।