ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাবেক প্রেমিকাকে নিয়ে র‌্যাম্পে হাঁটলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
সাবেক প্রেমিকাকে নিয়ে র‌্যাম্পে হাঁটলেন সালমান সালমান খান ও ক্যাটরিনা কাইফ

বলিউডে সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটি বেশ জনপ্রিয়। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ব্লকবাস্টার ছবিগুলোতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তারা। খুব শিগগিরই আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতেও দেখা যাবে তাদের রসায়ন।

এক সময় সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ক্যাটরিনা কাইফ। মাঝে সেই প্রেমে ভাটা পড়লেও ইদানীং আবার সেখানে জোয়ার এসেছে।

সম্প্রতি সাবেক প্রেমিকাকে নিয়ে র‌্যাম্পে হাঁটতে দেখা গেলো সালমানকে।

সালমান খান, ক্যাটরিনা কাইফ ও মনীষ মালহোত্রাগত ১ আগস্ট ইন্ডিয়ান অ্যান্ড পার্সিয়ান ফ্যাশন শোতে ভারতের জনপ্রিয় ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরে র‌্যাম্পে হেঁটেছেন সালমান-ক্যাটরিনা। এসময় সালমান পরেছিলেন কালো রঙের শেরওয়ানি এবং ক্যাট পরেছিলেন মাটি রঙের মধ্যে রুপালি জড়ি দিয়ে কাজ করা লেহেঙ্গা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।