ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেম করছেন সিদ্ধার্থ-কিয়ারা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
প্রেম করছেন সিদ্ধার্থ-কিয়ারা! সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

একটা সময় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেম ছিলো সিদ্ধার্থ মালহোত্রার। কিন্তু হঠাৎ করেই ভেঙে যায় সেটি। এখন অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া।

শোনা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রাও নাকি প্রেমে পড়েছেন। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই তারকার।

ফিল্মফেয়ারে দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, করণ জোহর প্রযোজিত ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিস’-এ কাজ করেছেন কিয়ারা। ভালোই সফলতা পেয়েছে এটি। এ কারণে এক পার্টির আয়োজন করেছিলে করণ। সেখানেই সিদ্ধার্থের সঙ্গে পরিচয় হয় তার।

পরে ‘ধোনি’খ্যাত এই অভিনেত্রী তার জন্মদিন পার্টিতেও আমন্ত্রণ জানিয়েছিলো সিদ্ধার্থকে। এছাড়া যখনই সুযোগ পান একসঙ্গে সময় কাটান সিদ্ধার্থ-কিয়ারা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।