ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেমন আছেন ক্যানসারে আক্রান্ত সোনালি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
কেমন আছেন ক্যানসারে আক্রান্ত সোনালি? গোল্ডি বেহেল ও সোনালি বেন্দ্রে

কিছুদিন আগে নিজেই নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি সকলকে জানান সোনালি বেন্দ্রে। যা শুনে রীতিমতো চমকে উঠেছিলো সম্পূর্ণ বলিউড ইন্ডাস্ট্রি।

নিউইয়র্কে চিকিৎসা চলছে বলিউডের এই অভিনেত্রীর। চিকিৎসা শুরুর পর তিনি কেমন আছেন সম্প্রতি সেটিই জানালেন তার স্বামী গোল্ডি বেহেল।

স্ত্রীর শারিরীক অবস্থার কথা জানিয়ে গোল্ডি জানান, ‘সোনালির কেমোথেরাপি শুরু হয়েছে। চিকিৎসকরা সম্পূর্ণ সহযোগিতা করছেন তাকে। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। তিনি এখন স্থিতিশীল। কোনও জটিলতা ছাড়াই চিকিৎসা চলছে। এটি অনেক বড় সফর। আমরা খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছি। ’

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।