ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে অপি করিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে অপি করিম ‘নিশীথে’র একটি দৃশ্যে অপি করিম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘নিশীথে’। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী অপি করিম।

রওনক হাসানের চিত্রনাট্যে ও পরিচালনায় নাটকটিতে মানবিক সম্পর্কের গল্প দেখা যাবে। যেখানে স্বামী-স্ত্রীর বিশ্বাস এবং সংসার-ধর্মের বিষয়বস্তু উঠে আসবে।

পরিচালক জানান, এ নাটকের গল্পটা সমসাময়িক কিন্তু অতিপ্রাকৃত গল্প।

অপি করিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, নমিরা, জিয়াউল হাসান কিসলু, সোনিয়া প্রমুখ।

সোমবার (৬ আগস্ট, বাংলা ২২ শ্রাবণ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে বাংলাভিশনের বিশেষ আয়োজনে ‘নিশীথে’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।