ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সন্তান জন্মের খবর কেনো গোপন রেখেছিলেন গুল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
সন্তান জন্মের খবর কেনো গোপন রেখেছিলেন গুল? গুল পানাগ, তার স্বামী ঋষি আট্টারি ও ছেলে নিহাল

ছয় মাস আগে পুত্র সন্তানের মা হয়েছেন মডেল-অভিনেত্রী গুল পানাগ। কিন্তু কাউকে সে খবর জানতে দেননি বলিউডের এই অভিনেত্রী।

কিন্তু এই খুশির খবরটি এতোদিন কেনো লুকিয়ে রেখেছিলেন গুল?

সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী ঋষি আট্টারি এবং ছেলে নিহালের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন গুল। যেখানে দেখা যাচ্ছে- তিনজনই পাইলটের পোশাক পরে রয়েছেন।

শেয়ার করা ছবিটির নিচেই গুল জানান কেনো তিনি তার অন্তঃসত্ত্বা হওয়া এবং ছেলের জন্মের কথা প্রকাশ্যে আনেননি। এ প্রসঙ্গে গুলের ভাষ্য, ‘বাবা-মা হওয়া দারুণ একটি অনুভূতি। তবে ঋষি আর আমি দু’জনেই এই অনুভূতি জনসম্মুখে শেয়ার করতে চাইছিলাম না। এমনকি আমাদের পরিবারের সবাই তো নিহালের কথা জানতেন। কিন্তু তারাও বিষয়টি প্রকাশ্যে আসতে দেননি। তারা নিহালকে নিয়ে কখনও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি। ’

২০০৩ সালে ‘ধুপ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন গুল পানাগ। ‘ডোর’ম ‘হ্যালো’, ‘ফ্যাটসো’ ও ‘টার্নিং ৩০’ ছবিতেও কাজ করেছেন গুল। ২০১১ সালে ঋষি আট্টারির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ৩৯ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।