ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন হার্দিক-এশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
বিয়ে করছেন হার্দিক-এশা! এশা গুপ্তা ও হার্দিক পান্ডিয়া

গত জুন থেকে শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও বলিউড অভিনেত্রী এশা গুপ্তার প্রেমের গুঞ্জন। এরপর প্রায় বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে তাদের। কিন্তু প্রেমের কথা কখনও স্বীকার করেননি এই জুটি।

এবার হার্দিক-এশাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

তবে এই বিষয়েও কোনো মন্তব্য করেননি হার্দিক-এশা।

এ প্রসঙ্গে এশার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘একে অপরকে ভালোভাবে জানার জন্য দু’জনে একসঙ্গে বেশি সময় কাটাচ্ছেন। কিন্তু তাদের প্রেমের বিষয়টি এখন জন সম্মুখে আসুক সেটি তারা চান না। সবকিছু ঠিক থাকলে খুব জলদি বিয়ে করবেন তারা। ’

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।