ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সৎ মেয়েকে নিয়ে নৈশভোজে কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
সৎ মেয়েকে নিয়ে নৈশভোজে কারিনা বাবা সাইফ আলি খান ও মা কারিনা কাপুর খানের সঙ্গে সারা

হতে পারে সারা আলি খান কারিনা কাপুর খানের সৎ মেয়ে। কিন্তু সারার সঙ্গে বলিউডের এই অভিনেত্রীর সম্পর্ক বেশ ভালো। এমনকি প্রাক্তন দম্পতি সাইফ-অমৃতার মেয়ের ফিল্মি ক্যারিয়ার নিয়ে কারিনা খুবই সচেতন। সারাকে সিনেমা-সংক্রান্ত বিষয়ে নানা পরামর্শ দেন তিনি। সারার খুঁটিনাটি সব বিষয়ে মা কারিনার নজর অন্য সবার চেয়ে আলাদা।
 

রোববার (৫ আগস্ট) স্বামী সাইফ আলি খান ও সৎ মেয়ে সারা আলি খানকে নিয়ে ননদ সোহা আলি খানের বাড়িতে নৈশভোজ করতে গিয়েছিলেন বেবো (কারিনার ডাকনাম)।

নৈশভোজ শেষে বাড়িতে ফেরার সময় তাদের ক্যামেরাবন্দি করে আলোকচিত্রীরা।

এসময় তিন জনের পরনেই ছিলো সাদা রঙের পোশাক।

এখানেই শেষ নয়, সারাকে বিদায় দেওয়ার আগে জড়িয়ে ধরেছিলেন সৎ মা কারিনা। আর সে ছবিটি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।