ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন আমব্রিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
কন্যা সন্তানের মা হলেন আমব্রিন মেয়ে তাহজিব আমায়া চৌধুরীর সঙ্গে আমব্রিন

কন্যা সন্তানের মা হয়েছেন মডেল-উপস্থাপিকা আমব্রিন। নবজাতকের নাম রাখা হয়েছে তাহজিব আমায়া চৌধুরী।

জানা গেছে- গত ২৩ জুন কানাডার একটি হাসপাতালে মেয়ের জন্ম দেন আমব্রিন। কিন্তু এ খবরটি অনেকেই জানতেন না।

পরে ৪ আগস্ট মেয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন আমব্রিন।

গত বছরের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ হাসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। বিয়ের পর থেকে কানাডাতেই আছেন তিনি।

উপস্থাপনা ও মডেলিংয়ের পাশাপাশি আমব্রিন ছোট পর্দাতেও অভিনয় করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।