ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনয় জগতে পা রেখেই বিতর্কের মুখে মীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
অভিনয় জগতে পা রেখেই বিতর্কের মুখে মীরা মীরা রাজপুত

কিছুদিন পরই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাবেন শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতি। এর আগে সকলকে একটি উপহার দিলেন শহিদপত্নি।

সম্প্রতি ওলের (প্রসাধনী ব্র্যান্ড) একটি অ্যান্টি-এজিং ক্রিমের বিজ্ঞাপনে দেখা গেছে মীরা রাজপুতকে। এর মধ্য দিয়েই অভিনয় জগতে পা রাখলেন এক সন্তানের জননী মীরা।

এদিকে, মাত্র ২২ বছর বয়সে অ্যান্টি-এজিং ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করায় প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছে মীরাকে।

বিজ্ঞাপনটি দেখার পর কেউ বলছেন, ‘আপনি নিশ্চয়ই এই ক্রিম ব্যবহার করেন না। ’ আরেকজন লিখেছেন, ‘এসব ননসেন্স বিজ্ঞাপন করার কোনও মানে হয় না। ’ কারও মতে, ‘এগুলো সব নকল। ’

** ওলের বিজ্ঞাপনে মীরা রাজপুত

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।