ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন আরবাজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন আরবাজ! আরবাজ খান ও জর্জিয়া আন্দ্রিয়ানি

২০১৭ সালে স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে ১৮ বছরের সংসারের ইতি টানেন আরবাজ খান। এরপর সব ভুলে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই প্রাক্তন দম্পতি।

এইতো ক’দিন আগে ছেলে আরহান খান ও প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানিকে নিয়ে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ করতে দেখা গেছে আরবাজকে।

গত ১ আগস্ট ছিলো আরবাজের ছোট বোন অর্পিতা খান শর্মার জন্মদিন।

এ উপলক্ষে হায়দ্রাবাদে এক জমকালো পার্টির আয়োজন করেছিলো খান পরিবার। সেখানেও প্রেমিকাকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেতা।

শোনা যাচ্ছে- খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন আরবাজ-জর্জিয়া। এরইমধ্যে নাকি বিয়ের সকল পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।