ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কার হাত ধরে হবে শাহরুখকন্যার অভিষেক?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
কার হাত ধরে হবে শাহরুখকন্যার অভিষেক? সঞ্জয়লীলা বানসালি, করণ জোহর, সুজয় ঘোষ, শাহরুখ খান ও সুহানা খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খান দম্পতির মেয়ে সুহানা খান। সম্প্রতি ভোগ ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়েছেন শাহরুখকন্যা। যেখানে আবেদনময়ী রূপে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন সুহানা।

সুহানার ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর থেকেই অনেকে ধারণা করছেন খুব শিগগিরই হয়তো বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি।

তবে কার হাত ধরে বলিউড অভিষেক হবে সুহানার তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

শোনা যাচ্ছে, জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহরের হাত ধরেই অভিনয় জগতে পা রাখবেন সুহানা।

এ প্রসঙ্গে শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘অভিনয় নিয়ে আরিয়ানের কোনো চিন্তা না থাকলেও সুহানা এতে বেশ আগ্রহী। তিনি নিয়মিত থিয়েটার নাটকে অংশ নেন। এমনকি শাহরুখ-গৌরীও তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত করছেন। ’

যোগ করে তিনি আরও বলেন, ‘প্রয়োজনে সবার পাশে থাকেন করণ জোহর। তার হাত ধরেই বলিউড অভিষেক হয়েছে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের মতো তারকার। কিন্তু শাহরুখ-গৌরী চাইছেন তাদের মেয়ের বলিউড অভিষেক সঞ্জয়লীলা বানসালি অথবা সুজয় ঘোষের হাত ধরে হোক। ’  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।