ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ছবি তুলে বিতর্কিত আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ছবি তুলে বিতর্কিত আনুশকা লন্ডনে ভারতীয় হাই কমিশনে টিম ইন্ডিয়ার সঙ্গে আনুশকা শর্মা

বিরাট কোহলির স্ত্রী হওয়ার সুবাদে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে আনুশকা শর্মার। কিন্তু সেই দলের সদস্যদের সঙ্গে ছবি তোলার কারণেই এবার বিতর্কের মুখে পড়তে হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।

বুধবার (০৮ আগস্ট) সকালে বিসিসিআই-এর টুইটার পেজ থেকে একটি স্থিরচিত্র শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লন্ডনে ভারতীয় হাই কমিশনে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ছবি তুলেছেন।

সে ছবিতে দেখা গেছে আনুশকা শর্মাকেও। এরপর থেকেই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’খ্যাত এই তারকাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ছবিটির নীচে একজন মন্তব্য করেছেন, আনুশকা শর্মা কবে থেকে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হয়েছেন? আরেকজন লিখেছেন, দলের সহ-অধিনায়ক হয়েও আজিঙ্কা রাহানে যেখানে শেষ সারিতে দাঁড়িয়ে আছেন, সেখানে কোহালির স্ত্রী হওয়ার জন্য কী করে প্রথম সারিতে দাঁড়িয়ে পড়েন আনুশকা?

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।