ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তার মনোযোগ শুধু লেখাপড়া নিয়ে: অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
তার মনোযোগ শুধু লেখাপড়া নিয়ে: অক্ষয় অক্ষয় কুমার ও আরাভ ভাটিয়া

‘গোল্ড’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। এরই ধারাবাহিকতায় এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বলিউডের এই অভিনেতা। আর সেখানেই তাকে ছেলে আরাভ ভাটিয়ার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়।

এ প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আরাভ এখনো অনেক ছোট। বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ লেখাপড়া নিয়ে।

আমি জানি না সে ইন্ডাস্ট্রিতে আসতে চায় কিনা। তাকে এ ব্যাপারে জোর করি না। এখনকার ছেলে-মেয়েদের নিজস্ব মতামত রয়েছে। আমার ছেলেও এর ব্যতিক্রম নয়। মুম্বাইয়ে লেখাপড়া শেষ করে সে লন্ডনে যেতে চায়। প্রতিষ্ঠানও সে ঠিক করে রেখেছে। আমি ছেলে-মেয়েদের নিজস্ব সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিয়েছি। ’

তিনি আরো বলেন, ‘আমি নিজেও এভাবে বড় হয়েছি। বাবা বুঝতে পেরেছিলেন লেখাপড়ার প্রতি আমার মনোযোগ নেই, খেলাধুলার প্রতি রয়েছে। আমার পছন্দ মতো কাজ করতে তিনি উৎসাহ জুগিয়েছিলেন। বাবার ইচ্ছাতেই ব্যাংককে মার্শাল আর্ট শিখতে গিয়েছিলাম। আমি জানতাম না শেষ পর্যন্ত বলিউডের খিলাড়ি হয়ে যাব। ’

রীমা কাগটি পরিচালিত ‘গোল্ড’-এ অক্ষয়ের বিপরীতে রয়েছেন মৌনে রয়। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।