ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লাদাখে ইমরানের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
লাদাখে ইমরানের মিউজিক ভিডিও ইমরান ও তানজিন তিশা

সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অঞ্চল লাদাখকে বলা হয় পৃথিবীর স্বর্গ। বলিউডের সুপার-ডুপার হিট কয়েকটি ছবির শুটিং হয়েছে সেখানে। এ তালিকায় বলা যায় শাহরুখ খানের ‘জব তাক হ্যায় জান’ ও আমির খানের ‘থ্রি ইডিয়টস’-এর কথা।

এবার বাংলাদেশের সংগীতশিল্পী ইমরানের গানের মিউজিক ভিডিওর শুটিং হলো লাদাখে। এর শিরোনাম ‘আমার এ মন’।

এতে তার সঙ্গে মডেল হয়েছেন তানজিন তিশা।

গত ১ থেকে ৩ আগস্ট তিন দিন লাদাখের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়। এটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু।

‘আমার এ মন’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর-সংগীত পরিচালনা করেছেন ইমরান। তিনি বলেছেন, ‘জীবনে অনেক মিউজিক ভিডিওর কাজ করেছি। তবে এবারেরটির অভিজ্ঞতা সবচেয়ে রোমাঞ্চকর! বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা যেখানে শুটিং করেন, সেখানে আমিও পা রেখেছি। এতদিন চলচ্চিত্রে এসব লোকেশন দেখেছি। নিজের গানের ভিডিওর শুটিং করতে গিয়ে আরও মুগ্ধ হয়েছি। এটি আমার জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা। ’

নতুন গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আসন্ন ঈদকে সামনে রেখে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ  হবে।

এর আগে ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ ও ‘শেষ সূচনা’র মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হন তানজিন তিশা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।