ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার আড্ডায় মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
পূর্ণিমার আড্ডায় মিম পূর্ণিমা ও মিম

টিভি পর্দায় নিয়মিত প্রচারিত চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় তারকাদের নিয়ে টক শো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকাদের।

পূর্ণিমার সঙ্গে আড্ডায় তাদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় উঠে আসে।

এবার অনুষ্ঠানটির নতুন পর্বে পূর্ণিমার সঙ্গে আড্ডা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।  

সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ও অনিন্দ্য মামুনের গ্রন্থনায় আগামী শনিবার (১১ আগস্ট) রাত ১০টায় আরটিভিতে ‘এবং পূর্ণিমা’র এই পর্বটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।