ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন বছর পর মঞ্চস্থ হলো ‘রাজা এবং অন্যান্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
তিন বছর পর মঞ্চস্থ হলো ‘রাজা এবং অন্যান্য’ মঞ্চস্থ হচ্ছে ‘রাজা এবং অন্যান্য’/ ছবি: রাজীন চৌধুরী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয়েছে ‘রাজা এবং অন্যান্য’। দীর্ঘ তিন বছর পর প্রাচ্যনাটের প্রযোজনাটি প্রদর্শন হলো।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুক্রবার (১০ আগস্ট) একই সময় নাটকটি মঞ্চস্থ হবে।

নাটকটি ভিন্নভাবে মঞ্চে নির্দেশনা দিচ্ছেন আজাদ আবুল কালাম।

মূল চরিত্রটিতেও তিনি অভিনয় করছেন। তবে প্রথমদিন মঞ্চে উপস্থিত না হয়ে নেপথ্য থেকে তাকে কণ্ঠ দিতে শোনা যায়। মঞ্চস্থ হচ্ছে ‘রাজা এবং অন্যান্য’/ ছবি: রাজীন চৌধুরীনাটকটিতে আরও অভিনয় করছেন রাহুল আনন্দ, রিজভী, তৌহিদুল ইসলাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, তপন মজুমদার, সানজিদা প্রীতি, বাকার বকুল, সাদিকা স্বর্ণা প্রমুখ।

২০০৮ সালে ‘রাজা এবং অন্যান্য’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রথম থেকেই নাটকটি সাড়া ফেলে। সবশেষ ২০১৫ সালের ২৩ আগস্টের নাটকটি মঞ্চস্থ হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।