ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শচীনের সঙ্গে রণবীর ও কবিরের সেলফি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
শচীনের সঙ্গে রণবীর ও কবিরের সেলফি কবির খান, শচীন টেন্ডুলকার ও রণবীর সিং

সেলফিতে দেখছেন ভারতের সাবেক ক্রিকেট জিনিসয়াস শচীন টেন্ডুলকার, বলিউড অভিনেতা রণবীর সিং ও পরিচালক কবির খানকে। ভারত-ইংল্যান্ডের টেস্ট চলাকালে লর্ডস স্টেডিয়ামে একফ্রেমে আসেন তারা। এটি এখন অনলাইনে শেয়ার হচ্ছে দেদারসে।

লর্ডসেই ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। ওই ঘটনা নিয়ে তৈরি হচ্ছে একটি ছবি।

এর নাম ‘এইটি থ্রি’ (৮৩)।

ছবিটি পরিচালনা করছেন ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত কবির খান। এতে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। তার ও শচীনের সঙ্গে তোলা সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কবির খান।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলা ঘরে বসে টেলিভিশন সেটে উপভোগ করেছেন শচীন টেন্ডুলকার। সেসময় তার বয়স ছিলো মাত্র ৯ বছর। সেই খেলা তাকে ক্রিকেটার হতে উৎসাহিত করেছিলো। ’

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।