ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বুলবুলের সুরে গাইলেন পুতুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
বুলবুলের সুরে গাইলেন পুতুল সাজিয়া সুলতানা পুতুল ও আহমেদ ইমতিয়াজ বুলবুল

প্রখ্যাত সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতে একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

বৃহস্পতিবার (৯ আগস্ট) গানটি রেকর্ডিং হয়েছে। ‘আমার বাংলাদেশে’ শিরোনামের গানটি লিখেছেন বনি শর্মা।

প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।
 
গানটি প্রসঙ্গে পুতুল বাংলানিউজকে বলেন, আমার সঙ্গীতজীবনে বুলবুল আংকেলের অনেক অবদান। তার সঙ্গে এর আগে অনেক গানে কাছ করেছি। কিন্তু মাঝে দীর্ঘ সময় একত্রে কাজ করা হয়নি। তাই নতুন গানটি করতে পেরে আমি আনন্দিত।

এদিকে পুতুল বর্তমানে তার নতুন গানের অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন। ঈদুল আজহার পর তিনি নিজের পঞ্চম এককের দ্বিতীয় গান ‘সময়ের কাছে মিনতি’ প্রকাশ করবেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।