ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অক্ষয় কুমারের ছবিতে বাংলা গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
অক্ষয় কুমারের ছবিতে বাংলা গান (ভিডিও) অক্ষয় কুমার ও মৌনি রয়

‘গোল্ড’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটছে বলিউড তারকা অক্ষয় কুমারের। এতে তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন বাঙালি কন্যা মৌনি রয়।
 

এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘গোল্ড’-এর ট্রেলার ও তিনটি গান। এর মধ্যে ‘ন্যায়নো নে বাঁধি’ গানের সুরে এবার বের হলো একটি বাংলা গান।

‘বলতে পারিনি’ শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিওটি নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অক্ষয় ও মৌনি।

‘ন্যায়নো নে বাঁধি’ ও ‘বলতে পারিনি’ দুটি গানেই কণ্ঠ দিয়েছেন অর্ক। এর সুর ও সংগীত পরিচালনা তারই।

** ‘বলতে পারিনি’ গানের ভিডিও

** ‘ন্যায়নো নে বাঁধি’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।