ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইউটিউব তারকাদের বুদ্ধির পরীক্ষা নিলেন জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
ইউটিউব তারকাদের বুদ্ধির পরীক্ষা নিলেন জয় ছবি: সংগৃহীত

বর্তমানে বিনোদনের অন্যতম বড় মাধ্যম ইউটিউব। এই মাধ্যমে সাম্প্রতিককালে পরিচিতি পাওয়া ও ‘ইউটিউব তারকা’ খেতাব পাওয়া শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইউটিউবার্স’।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছেন দুই জমজ ভাই সৌমিক আহমেদ ও সৌভিক আহমেদ। যারা ইউটিউবার্স হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

এছাড়াও ‘অপরাধী’ গানের কাভার করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়া টুম্পা খান ও ‘টুনির মা’র ভিডিও বের করে ভাইরাল হওয়া তুফানি আফা (রুমকী) ‘ইউটিউবার্স’ অনুষ্ঠানের হট সিটে বসেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে জনপ্রিয়তা পাওয়া এই শিল্পীরা বাস্তবে কতটা চৌকশ, উপস্থিত বুদ্ধিসম্পন্ন অনুষ্ঠানটির মাধ্যমে তার-ই পরীক্ষা নিয়েছেন উপস্থাপক জয়।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও পরিকল্পনায় ‘ইউটিউবার্স’ প্রযোজনা করেছেন এস এম হুমায়ূন কবীর।

ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।