ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনুপমের ‘হিরো’ সোনালি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
অনুপমের ‘হিরো’ সোনালি অনুপম খের ও সোনালি বেন্দ্রে

ক্যানসারে সঙ্গে লড়ছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ‘হাম সাথ সাথ হ্যায়’খ্যাত এই তারকা বর্তমানে ক্যামোথেরাপি নিচ্ছেন।

মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার পর এই অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন বলিউড ইন্ডাস্ট্রির বহু নামিদামি তারকা। অনেকে তার রোগমুক্তি চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন।

   

রোববার (১২ আগস্ট) সোনালিকে নিয়ে টুইট করেছেন ‘সারফারস’খ্যাত তারকা অনুপম খের।  

কিংবদন্তি এই অভিনেতা লেখেন, সোনালির সঙ্গে আমি বেশকিছু সিনেমায় অভিনয় করেছি। মুম্বাইতে আমাদের অনেকবার দেখা হয়েছে। তার মধ্যে সবসময় আমি প্রাণোচ্ছলতা দেখেছি। গত ১৫ দিন নিউ ইয়র্কে তার সঙ্গে চমৎকার কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমি খুব সহজেই বলতে পারি, সোনালি আমার ‘হিরো’।

অনুপম ও সোনালি একসঙ্গে ‘ঢাই আকসার প্রেম কি’, ‘কিম্মত’, ‘দিল হ্যায় দিল মে’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করছেন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।