ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্কুলে ভর্তি হলেন জাহিদ হাসান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
স্কুলে ভর্তি হলেন জাহিদ হাসান! স্কুলে জাহিদ হাসান

মাখন মিয়া খুব বেশি পড়াশোনা করেননি। তাই গ্রামবাসী নানাভাবে তাকে ঠকাতে থাকে। বিষয়টি নিয়ে মাখন ও তার স্ত্রী খুব বিরক্ত।

তারা সিদ্ধান্ত নেয় আবার পড়ালেখা শুরু করবেন। মাখন মিয়া হাইস্কুলে এবং তার বউ ডিগ্রিতে ভর্তি হলেন।

কিন্তু মাখন মিয়ার পড়াশোনা করার বয়স চলে গেছে অনেক আগেই। এ নিয়ে তাকে নতুন ঝামেলায় পড়তে হয়।

এমন গল্পে সাগর জাহান নির্মাণ করেছেন নাটক ‘মাখন মিয়ার শিক্ষিত বউটা’। এতে মাখন মিয়ার চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নাটকটি ‘মাখন মিয়ার বউ’ সিরিজের তৃতীয় পর্ব। জাহিদ হাসান, তিশা ও সাগর জাহাননাটকটি প্রসঙ্গে তিশা বলেন, ঈদের উপলক্ষে সবার বিশেষ কিছু কাজ থাকে। এটি আমার জন্য তেমনি একটি কাজ। এর আগের দুটি পর্ব দর্শকের বেশ সাড়া পেয়েছে। আমি মনে করি নতুন পর্বটিও সবার ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।