ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মায়ের কোলে ছোট্ট জাহ্নবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
মায়ের কোলে ছোট্ট জাহ্নবী শ্রীদেবীর সঙ্গে জাহ্নবী ও জাহ্নবী পোস্ট করা স্থিরচিত্র

চলতি বছর ফেব্রুয়ারি মাসে দুবাইতে ‘দুর্ঘটনাবশত’ বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউড সুপারস্টার শ্রীদেবীর। সোমবার (১৩ আগস্ট) এই কিংবদন্তির ৫৫ তম জন্মবার্ষিকী। এবারই প্রথম তাকে ছাড়া জন্মদিন উদযাপন করছে শ্রীদেবীর পরিবার।

মায়ের জন্মদিন উপলক্ষে মেয়ে জাহ্নবী বাবা-মায়ের সঙ্গে নিজের ছোটবেলার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এতে শ্রীদেবীর কোলে ছোট্ট জাহ্নবী এবং পেছনে বনি কাপুরকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

বলিউড তারকা সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানসহ প্রায় সাড়ে চার লাখ মানুষ স্থিরচিত্রটিতে লাইক দিয়েছেন।

১৯৯৬ সালে শ্রীদেবী ও বনি কাপুর বিয়ে করেন। তাদের দুই মেয়ের মধ্যে বড় জাহ্নবী কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর। সম্প্রতি ‘ধাড়াক’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে জাহ্নবীর অভিষেক ঘটেছে।

গত বছর শ্রীদেবীর কাছের বন্ধু মানিশ মালহোত্রার বাসায় তার শেষ জন্মদিন উদযাপন করেছেন। অভিনেত্রী রাণী মুখার্জী, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাবানা আজমি, বিদ্যা বালান ও প্রযোজক করণ জোহর অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন।  

বাংলাদেশ সময়:  ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।