ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রিমার ‘ভালোবাসার আঁচল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
রিমার ‘ভালোবাসার আঁচল’ সাবিনা রিমা

তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন মডেল ও অভিনেত্রী সাবিনা রিমা। সোলাইমান জয় পরিচালিত টেলিফিল্ম ‘ভালোবাসার আঁচল’-এ অভিনয় করছেন তিনি। এটি ঈদের জন্য নির্মিত হচ্ছে।

এ প্রসঙ্গে রিমা বাংলানিউজকে বলেন, বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার জন্য কয়েক মাস রাশিয়াতে ছিলাম। সেখান থেকে এসে ‘ভালোবাসার আঁচল’র শুটিং শুরু করলাম।

গত কয়েকদিন ধরে এই টেলিফিল্মটির শুটিংয়েই আমার ব্যস্ত সময় কাটছে। আজ শুটিং করছি গাজীপুরের পুবাইলে।

এতে গ্রামের একজন শিক্ষিত মেয়ের চরিত্রে অভিনয় করছেন রিমা। তার চরিত্রের নাম জান্নাত।

টেলিফিল্মটির গল্প নিয়ে রিমা বলেন, জান্নাতকে দেখে গ্রামের বয়স্ক চেয়ারম্যানের ভালো লেগেছে যায়। সে মেয়েটিকে বিয়ে করতে চায়। কিন্তু জান্নাত কিছুতেই রাজি হয় না। এই দু’জনকে নিয়েই টেলিফিল্মটির গল্প সাজানো হয়েছে। আবদুল্লাহ রানা, সাবিনা রিমা ও কল্যাণ কোরাইয়াচেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন আবদুল্লাহ রানা। আরও অভিনয় করছেন কল্যাণ কোরাইয়া, মুকুল সিরাজ, সিরাজুল ইসলাম, কল্লোল চৌধুরী প্রমুখ।

ঈদ উপলক্ষে ‘ভালোবাসার আঁচল’ চ্যানেল আইতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।