ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৈমুরের জন্য দেহরক্ষী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
তৈমুরের জন্য দেহরক্ষী? সাইফ আলি খান, কারিনা কাপুর খান ও তৈমুর আলি খান

বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির একমাত্র সন্তান তৈমুর আলি খান। চলতি বছরের ডিসেম্বরে তার বয়স দুই বছর পূর্ণ হবে।

তৈমুর দেখতে সুন্দর ও খুব মিষ্টি। তাই সাইফ-কারিনার মতো সেও অনেক জনপ্রিয়।

এর প্রমাণ পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। নানা সময়ে তৈমুরের স্থিরচিত্র ও ভিডিও ভাইরাল হতে দেখা গেছে।

তবে এই ক্ষুদে তারকাকে মাঝেমধ্যে বিড়ম্বনায়ও পড়তে হয়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় তৈমুরের সঙ্গে জোর করে একজন লোক সেলফি তুলতে চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে পড়ে তৈমুর বিচলিত হয়ে যায়।

শোনা যাচ্ছে, বিষয়টি ভালোভাবে নেননি সাইফ-কারিনা দম্পতি। একমাত্র সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তাই ঘটনাটির কয়েকদিনের মাথায় ছোট্ট তৈমুরের জন্য দেহরক্ষী ঠিক করেছেন তারা। খুব শিগগিরই তৈমুরের সঙ্গে তাকে দেখা যাবে।

তবে ঠিক ওই ঘটনাটির কারণেই দেহরক্ষী নিয়োগ দেওয়া হচ্ছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান ২০১২ সালে বিয়ে করেন। ২০১৬ সালের ডিসেম্বরে তৈমুরের জন্ম হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।