ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পদ্মাবত’ ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
‘পদ্মাবত’ ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস! দীপিকা পাড়ুকোন ও প্রভাস

গত জানুয়ারি মাসে বলিউডে মুক্তি পায় বছরের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘পদ্মাবত’।

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর। পর্দায় রাজা রতন রাওয়াল সিং চরিত্রে প্রশংসিত হন শহীদ।

তার স্ত্রী রানী পদ্মাবতীর চরিত্রে ছিলেন দীপিকা।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, সিনেমাটিতে রাজা রতন রাওয়াল সিংয়ের চরিত্রে অভিনয় করার জন্য শুরুতে 'বাহুবলী'খ্যাত অভিনেতা প্রভাসকে প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু দক্ষিণের এই তারকা তখন সিনেমাটিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেন।

সূত্র জানায়, সিনেমাটির গল্প শুনে প্রভাসের ভালো লাগেনি। তাছাড়া রাওয়াল সিংয়ের চরিত্রটি তার পছন্দ হয়নি। তাই তিনি ‘পদ্মাবত’-এ অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেন।

এদিকে কিছুদিন আগে জানা যায়, ‘পদ্মাবত’-এ রানী পদ্মাবতীর চরিত্রের জন্য শুরুতে নির্মাতাদের পছন্দ ছিলো ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু পরবর্তীতে এ চরিত্রে দীপিকা পাড়ুকোন অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।