ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিসেম্বরে মুক্তি পাবে ‘নীল ফড়িং’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ডিসেম্বরে মুক্তি পাবে ‘নীল ফড়িং’ সাইফ চন্দন ও সেলিনা আফ্রি

২০১৬ সালের শেষের দিকে ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীল ফড়িং’ সিনেমার শুটিং শুরু হয়।

সিনেমাটির কাজ গত বছর শেষ হয়ে গেলও সেন্সর বোর্ডে জমা পড়ে দুই সপ্তাহ আগে। সোমবার (১৩ আগস্ট) সেন্সর বোর্ড থেকে সিনেমাটিকে বিনা কর্তনে ছাড়পত্রের অনুমতি দেওয়া হয়।

এ প্রসঙ্গে পরিচালক ইদ্রিস হায়দার বাংলানিউজকে বলেন, সেন্সর ছাড়পত্র পেয়েছি। এখন সিনেমাটির মুক্তির প্রস্তুতি নিচ্ছি। আশা করছি চলতি বছরের ডিসেম্বর মাসে সারাদেশে ‘নীল ফড়িং’ মুক্তি দিতে পারবো।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইফ চন্দন ও সেলিনা আফ্রি। অন্যান্য চরিত্রে রয়েছেন চম্পা, শহীদুল আলম সাচ্চু, শিপন, আশিক, রাজন, তৃষ্ণা, কচি খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ। 'নীল ফড়িং' সিনেমার পোস্টারসাইফ চন্দন বলেন, প্রথম কোনো সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। কৃতজ্ঞতা ইদ্রিস হায়দার ভাইয়ের প্রতি। তিনি একেবারেই মৌলিক এবং ভিন্ন ধরণের একটি গল্পে অভিনয় করার জন্য আমার উপর ভরসা করেছেন।

‘নীল ফড়িং’ সিনেমার কাহিনি ও সংলাপ পরিচালক নিজেই লিখেছেন। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।