ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হেলমেট ছাড়া স্কুটার চালিয়ে বিপাকে সালমানের ভগ্নিপতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
হেলমেট ছাড়া স্কুটার চালিয়ে বিপাকে সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা ও ওয়ারিনা হোসেইন

‘লাভরাত্রি’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা। কিন্তু ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিপাকে পড়তে হলো আয়ুশকে।

‘লাভরাত্রি’র প্রচারণার জন্য সহশিল্পী ওয়ারিনা হোসেইন ও অন্যান্য কলাকুশলীদের নিয়ে গুজরাতের ভাদোদারা গিয়েছিলেন আয়ুশ। সেখানেই ওয়ারিনাকে নিয়ে স্কুটারে চড়ে ছবির প্রচারণা করেন তিনি।

আর এতেই ঘটে বিপত্তি। হেলমেট ছাড়া স্কুটার চালানোর কারণে তাকে জরিমানা করে গুজরাত পুলিশ।

আয়ুশ শর্মা ও ওয়ারিনা হোসেইনভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত ১৩ আগস্ট বিকেল ৫টার দিকে হিরনী বিমানবন্দর থেকে সুরসাগর যাওয়ার রাস্তায় স্কুটারে করে ঘুরছিলেন আয়ুশ ও ওয়ারিনা। কিন্তু দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিলো না। সেই ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর একাধিক আপত্তি ওঠে। অনেকে অভিযোগও জানান। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাতে বলিউডের নবাগত এই তারকাদের হোটেলে গিয়ে তাদের ১০০ রুপি জরিমানা করে পুলিশ।
 
অভিরাজ মিনাওয়াল পরিচালিত ও সালমান খান প্রযোজিত ‘লাভরাত্রি’ মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর।

** ‘লাভরাত্রি’ ছবির ট্রেলার

 বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।