ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউড-টলিউড তারকাদের স্বাধীনতা দিবস উদযাপন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বলিউড-টলিউড তারকাদের স্বাধীনতা দিবস উদযাপন বলিউড-টালিউড তারকাদের স্বাধীনতা দিবস উদযাপন

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। বলিউড ও টালিউড তারকারা এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার পাশাপাশি শহীদদের স্মরণ ও দেশের তরে কাজ করার আহ্বানও জানান তারা।

স্বাধীনতা দিবসে প্রথা ভেঙে অন্যরকম পোশাক পরেছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। নতুন প্রজন্মের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করেছেন রণবীর সিং।

রণবীর সিংশহীদদের স্মরণ করেছেন অক্ষয় কুমার, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, রণবীর সিং, সোনম কাপুর আহুজা, প্রীতি জিনতা, বরুণ ধাওয়ান, আনুশকা শর্মা, নবাব দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আলি খানও।

বরুণ ধাওয়ান-আনুশকা শর্মাস্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার মুক্তি পেয়েছে বলিউডের দুই ছবি রিমা কাগতি পরিচালিত ‘গোল্ড’ (অক্ষয় কুমার, মৌনি রয়) ও মিলাপ জাভেরি পরিচালিত ‘সত্যমেভ জয়তে’ (জন আব্রাহাম, মনোজ বাজপেই)।

প্রিয়াঙ্কা সরকারপিছিয়ে নেই টলিউড তারকারাও। স্বাধীনতার ভাবনায় জেগে ওঠার ডাক দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শহীদদের কথা স্মরণ করেছেন জিৎ। শুভেচ্ছা জানান দেব, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার। ৭২তম স্বাধীনতা দিবসকে শিল্পকীর্তির মাধ্যমে সেলিব্রেট করেছেন ভাস্কর সুদর্শন পাটনায়েক।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।