ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাজ বদলে যাওয়ায় বিপাকে তরুণ দম্পতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
কাজ বদলে যাওয়ায় বিপাকে তরুণ দম্পতি! ‘পাল্টা সমীকরণ’ নাটকের দৃশ্য

ইমরুল যেমন ঘরের কাজকে কাজ হিসেবে গুরুত্ব দিতে চায় না, তেমনি তার স্ত্রী রুনাও অফিসের কাজকে তেমন কোনো কঠিন কাজ মনে করে না। এই তরুণ দম্পতির নিত্য কলহ মেটাতে তাদের কাজ অদল-বদল করে দেন মা। এরপর দু’জনই পড়ে বিপাকে। পাশাপাশি তাদের মনে বইতে শুরু করে প্রেমের স্রোত।

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক বিশেষ নাটক ‘পাল্টা সমীকরণ’। এতে ইমরুল ও রুনার চরিত্রে অভিনয় করেছেন সাব্বির ও অহনা।

এছাড়াও আছেন আহসানুল হক মিনু, শর্মিলী মিলন, অর্শা।

নাটকটি লিখেছেন আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজ, পরিচালনা করেছেন আশীষ রায়। দীপ্ত টিভিতে ঈদুল আজহার পরদিন (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ‘পাল্টা সমীকরণ’।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।