ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাহিদ হাসান এবার গার্ড!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
জাহিদ হাসান এবার গার্ড! জাহিদ হাসান ও শখ

বহুমুখী চরিত্রে অভিনয় করে প্রশংসিত নন্দিত অভিনেতা জাহিদ হাসান। নানা রকম চরিত্রে নিজেকে উপস্থাপন করে প্রায়ই তিনি দর্শকের চমকে দেন।

ঈদের বিশেষ একটি নাটকে এবার এই জনপ্রিয় অভিনেতাকে গার্ডের চরিত্রে দেখা যাবে। শাহ মোহাম্মাদ রাকিব পরিচালিত ‘ভ্রান্তি কিংবা অনুভূতির গল্প’ নাটকটিতে জাহিদের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী আনিকা কবির শখ।

নাটকটির গল্পে দেখা যাবে গার্ড জাহিদ হাসান একা একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। নায়িকা শখের অনেক বড় ভক্ত তিনি। তার শয়নে-স্বপনে শুধু শখ আর শখ। সকাল থেকে রাত পর্যন্ত তাকে ঘিরেই জাহিদের সব আয়োজন। কল্পনায় সে শখকে বিয়েও করেন!

ঈদুল আজহার তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এসএ টেলিভিশনে প্রচার ‘ভ্রান্তি কিংবা অনুভূতির গল্প’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।