ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুম্বাইয়ে হবে নিক-প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
মুম্বাইয়ে হবে নিক-প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠান! প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

গত মাসে প্রেমিক নিক জোনাসের সঙ্গে লন্ডনে ৩৬তম জন্মদিন উদযাপন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেসময়ই নাকি বাগদানের কাজটি সম্পন্ন করে ফেলেছেন তারা। এমনটাই দাবি করছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নিক-প্রিয়াঙ্কার পক্ষ থেকে।

এখন শোনা যাচ্ছে- চলতি সপ্তাহে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে নিক-প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন নিক জোনাসের পরিবারের সদস্যরাও।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে একটি বাগদান পার্টির আয়োজন করা হয়েছে প্রিয়াঙ্কার পরিবারের পক্ষ থেকে। এতে উপস্থিত হওয়ার জন্য ভারত আসছেন নিকের পরিবার। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে হবে দুই পরিবারের সদস্যরা।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা যায়, ভারতীয় সংস্কৃতি মেনেই আয়োজন করা হচ্ছে বাগদান অনুষ্ঠানটি। কেননা প্রিয়াঙ্কার ইচ্ছে ভারতীয় রীতি অনুযায়ী সবকিছু সম্পন্ন হোক।

ক’দিন আগে ‘স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিং শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ফারহান আখতার।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।