ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদ উপলক্ষে এলো ‘সোফাসেট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ঈদ উপলক্ষে এলো ‘সোফাসেট’ ‘সোফাসেট’ নাটকের দৃশ্য

ঈদের আনন্দ বেড়ে যায় কেনাকাটায়। এর কোনো বিকল্প যেন নেই। তাই সবাই জামা-কাপড় থেকে শুরু করে ঘর গোছানোর আসবাব কিনতে ব্যস্ত থাকে। কিন্তু এক দম্পতি ঈদকে সামনে রেখে সব বাদ দিয়ে সোফাসেট কেনার সিদ্ধান্ত নেয়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোফাসেট’-এ জানা যাবে এর কারণ। ইশতিয়াক আহমেদের পরিচালনায় এতে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর ও তাসনুভা তিশা।

এ প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, ‘গল্পটা মূলত ওই অর্থে গল্প না। কারণ এটি জীবন। আমি এখানে এক টুকরো জীবনকে তুলে আনার চেষ্টা করেছি। ’

অভিনেত্রী তাসনুভা তিশা বলেছেন, ‘এ ধরনের গল্পে কাজ করতে পারাটা কিছুটা সৌভাগ্যের। এমন সুযোগ সবসময় আসে না। ’

লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ছোট দৈর্ঘ্যের ছবি ‘সোফাসেট’।

** ‘সোফাসেট’ নাটকের ভিডিও

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।