ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নেয়ামত সাহেবের নতুন বৌ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
নেয়ামত সাহেবের নতুন বৌ শহীদুজ্জামান সেলিম ও শম্পা রেজা

বিয়ের ৩৫ বছর পূর্ণ হয়েছে নেয়ামতের। তার বিবাহবার্ষিকী উদযাপনের জন্য জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু বিশেষ এই দিনটিতে নেয়ামতকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি মোবাইল ফোনটিও বন্ধ করে রেখেছেন। তাকে নিয়ে পরিবার খুব চিন্তায় আছে।

হঠাৎ বাড়ির সামনে নেয়ামতের গাড়ি এসে থামে। তা দেখে সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।

কিন্তু কিছুক্ষণ পর সবার চোখ ছানাবড়া! কারণ নেয়ামতের সঙ্গে গাড়ি থেকে বউ সাজে সুন্দরী একটি মেয়েও নেমে আসেন। নেয়ামত কি তাহলে আবার বিয়ে করে বউ নিয়ে এলেন? এই প্রশ্ন সবার মনে ঘুরতে থাকে!

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘নেয়ামত সাহেবের নতুন বৌ’। পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শখ, নাদিয়া মীম, শবনম ফারিয়া, আবির মির্জা প্রমুখ।

ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে ৫ টায় ‘নেয়ামত সাহেবের নতুন বৌ’ এসএ টেলিভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।