ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অপরাধী’ আলিফের নতুন গান ‘নেশা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
‘অপরাধী’ আলিফের নতুন গান ‘নেশা’ আরমান আলিফ

সাম্প্রতিক সময়ে ইউটিউবে সবচেয়ে বেশি ঝড় তোলা গান হচ্ছে ‘অপরাধী’। খুব অল্প সময়েই সবার কাছে পরিচিত পেয়ে যান গানটির স্রষ্টা আরমান আলিফ।

এবার ঈদ উপলক্ষে এই গায়কের নতুন একটি গান প্রকাশ পেতে যাচ্ছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘নেশা’ শিরোনামের গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজনও আলিফের।

গানটি প্রকাশ পাবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, গানটির কথা ও সুরের নেশায় আবিষ্ট হয়ে আমি গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি এবারের ঈদে ‘নেশা’ গানটি সঙ্গীতপ্রেমীদের বাড়তি আনন্দ জোগাবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।