ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বেলাল খানের গানের মডেল অপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
বেলাল খানের গানের মডেল অপু বেলাল খান ও আরজে অপু

ঈদ উপলক্ষে আরজে অপুর চারটি মিউজিক ভিডিও প্রকাশ পেতে পাচ্ছে। এরমধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী বেলাল খান।

‘দুঃখ নেই’ শিরোনামের গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিশ।

ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটিতে অপুর সঙ্গে মডেল হয়েছেন মিমি আজমিম।

এ প্রসঙ্গে অপু বাংলানিউজকে বলেন, বেলাল ভাইয়ের গানে প্রথম মডেল হলাম। গানটি শ্রুতিমধুর। একবার শুনলেই দর্শকের মন ভরে যাবে। তাছাড়া দারুণ সব লোকেশনে ইমন ভাই নান্দনিকভাবে ভিডিওটি নির্মাণ করেছেন। আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে। 'দুঃখ নেই' গানের পোস্টারআগামী ১৮ আগস্ট ‘দুঃখ নেই’ গানটি ইউটিউবে প্রকাশ পাবে। অপুর বাকি তিনটি মিউজিক ভিডিও হলো- ‘কাছে এসে’, ‘তুই বেঈমানরে’ ও ‘তুই মিষ্টি পরী আমার’। সবগুলো গানই ঈদে প্রকাশ পাচ্ছে।

এদিকে রেডিওতে কাজ করার পাশাপাশি অপুকে নিয়মিত টিভি অনুষ্ঠান উপস্থাপনা, নাটকে অভিনয় ও বিজ্ঞাপনে মডেল হতে দেখা যায়। এবার ঈদ উপলক্ষে টিভি পর্দায় অপুর ‘সিনেমাটিক’ নামে একটি নাটক বাংলাভিশনের পর্দায় প্রচার হবে। এটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।